স্মার্ট ইনোভেশন্স স্কুলে আমাদের লক্ষ্য হল,আমাদের বিদ্যালয় আঙ্গিনায় প্রবেশকারী প্রত্যেক শিক্ষার্থীকে মানসম্পন্ন শিক্ষা প্রদান করা। অনেক পরিবারের জন্যই স্কুলের বেতনের খরচ হয়তো নাগালের বাইরে। আমাদের বৃত্তি কর্মসূচির লক্ষ্য হলো, বাংলাদেশের যোগ্য শিক্ষার্থীদের জন্য গুণগত শিক্ষার দ্বার উন্মুক্ত ও সহজলভ্য করে তোলা।
স্মার্ট ইনোভেশন্স স্কুল সকল শিশুদের জন্য গুণগত শিক্ষার সুযোগ প্রদানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যাতে করে প্রতিটি শিশু যেনো বিশ্বকে অপার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে আবিষ্কার করে। যোগ্যতা অর্জনকারী যেকোনো শিক্ষার্থীর জন্য এই বৃত্তি উন্মুক্ত । স্মার্ট ইনোভেশন্স স্কুলের একটি প্রাথমিক লক্ষ্য হলো ,সকল শিশুর জন্য জ্ঞানীয়, মানসিক ও শারীরিক উন্নতি সাধনের একটি ভিত্তি তৈরী করে দেওয়া। আমরা যোগ্যতা অর্জনকারী সকল বাংলাদেশী শিক্ষার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করছি।
স্মার্ট ইনোভেশন্স স্কুল, শিক্ষা ও ভবিষ্যৎ যেখানে এক সুতোয় গাঁথা
আবেদনের ক্ষেত্রে নিম্নে বর্ণিত নিয়ম অনুসরণ করা হবেঃ
স্মার্ট ইনোভেশন্স স্কুলে অধ্যয়নের জন্য প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ দুইজন শিক্ষার্থীকে পূর্ণবৃত্তি প্রদান করা হবে। একের অধিক শিক্ষার্থী বিবেচনার জন্য প্রতিটি পরিবারকে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা ফর্ম পুরণ করতে হবে। প্রত্যকে শিক্ষার্থীকে তাদের ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। একজন শিক্ষার্থীর প্রাপ্ত বৃত্তি কোন ভাবেই পরিবারের অন্য শিক্ষার্থীর পূর্ণবৃত্তির নিশ্চয়তা দেয় না। বর্তমানে বৃত্তির আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। বৃত্তির জন্য মনোনীত পরিবারকে আবেদনের এক মাসের মধ্যে জানানো হবে। বৃত্তির জন্য মনোয়ন পেতে হলে আবেদনের সময় সফলভাবে সকল ফর্ম পুরণ করতে হবে।
বৃত্তির আওতায় যে বিষয়গুলি থাকবেঃ
- বেতনসহ স্কুলের যাবতীয় ফি
- বই এবং স্টেশনারি জিনিসপত্র
- নির্দিষ্ট সীমানার মধ্যে পরিবহন সেবা
- বাৎসরিক একটি স্কুল ইউনিফর্ম
- স্কুলের খাবার
- স্কুলের খরচে শিক্ষাসফর
অভিভাবকগণ যেসকল ব্যয়ভার বহন করবেনঃ
- অতিরিক্ত স্কুল ইউনিফর্ম
- সহশিক্ষা কার্যক্রমের খরচ
- ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র
বৃত্তি যদিও বাৎসরিক নবায়নযোগ্য তথাপি প্রতিটি পরিবারকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে
বৃত্তির জন্য যে সকল মানদন্ড বিবেচনায় আনা হবে তা হলোঃ
- একাডেমিক দক্ষতার মূল্যায়ন
- আচরণগত মূল্যায়ন
- পারিবারিক অঙ্গীকার
- সার্বক্ষণিক আর্থিক প্রয়োজনীয়তা
- স্কুল পরিবহন সেবা পেতে অবস্থানগত ভৌগলিক প্রমাণাদি
বৃত্তি প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত যোগ্যতাগুলি বিবেচনায় আনা হবে।
যোগ্যতা:
শিশুকে অবশ্যই :
- বাংলাদেশের নাগরিক হতে হবে
- আবেদনকৃত শ্রেণির জন্য উপযুক্ত বয়সের হতে হবে
- আর্থিকভাবে অস্বচ্ছল । পরিবারের আয় কোনভাবেই বাৎসরিক বিরাশি লাখ টাকার বেশি নয়
- ব্যক্তিগত অর্জনের মাধ্যমে সমাজের উৎকর্ষ সাধনে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে
- স্কুল পরিবহন সেবা পেতে নির্দিষ্ট ভৌগলিক সীমার ভেতরে অবস্থান করতে হবে।
- মাতা ও পিতা যদি পরিবহনের ব্যবস্থা করে থাকেন তাহলে তা একটি চুক্তির মাধ্যমে করতে হবে ।
যোগ্যতার মানদণ্ড
সকল শিক্ষার্থীর ক্ষেত্রে :
- পূর্ববর্তী স্কুলে এক শিক্ষাবর্ষে পাঁচদিনের বেশি ইচ্ছাকৃত ছুটি নেই ।
- পূর্বের স্কুলে এক শিক্ষাবর্ষে পাঁচদিনের বেশি বিলম্ব উপস্থিতি নেই ।
- পূর্ববর্তী একজন শিক্ষকের সুপারিশ প্রদান করতে হবে।
- মধ্যম আয়ের সীমার মধ্যে থাকা পরিবারগুলিকে বৃত্তি প্রদান করা হবে।
- সাক্ষাৎকার
> পিতামাতা
- আপনি কেন আপনার সন্তানকে স্মার্ট ইনোভেশন্স স্কুলে দিতে চান ?
- আপনি আপনার সন্তানের শিক্ষা কার্যক্রমে কোন ধরনের সহায়তা প্রদান করবেন
- স্মার্ট ইনোভেশন্স স্কুলের মিশন এবং ভিশন হলো তার প্রধান চালিকাশক্তি। এই ক্ষেত্রে আপনি নিজেকে কোথায় এবং কি কিভাবে দেখছেন?
শিক্ষার্থী ও অভিভাবক
- শিশুদের লক্ষ্য আন্তর্জাতিক মানসিকতা অর্জন ।
- শিক্ষার্থীরা স্মার্ট ইনোভেশন্স স্কুলে এ ভর্তি হতে আগ্রহী।
গ্রেড কে –২
- ছবিআঁকা
- লিখিতবক্তব্য
- রেকর্ডিং
- ভিডিও
- তুমিযদিতোমারবন্ধু/বাবা/মা/ভাইবোন/চাচাতো ভাইকে দুঃখী এবং মন খারাপ করতে দেখো,তাহলে তাদের ভাল বোধ করানোর জন্য তুমি কী করবে?
- গ্রেড ৩–৫
- প্রবন্ধ – ইংরেজি অথবা মাতৃভাষায় লেখা
- তোমারচারপাশেরপরিবেশেরমধ্যেকোনসমস্যাটিকেতুমিসবচেয়েবড়সমস্যাবলেমনেকর, যদি তুমি পা্রতে , কিভাবে এটি সমাধান করতে?
- শিক্ষার্থীএকটিসমস্যাবেছেনিতেপারেঅথবাআমাদেরপ্রদত্তএকটিসমস্যাব্যবহারকরতেপারবে
- পিতামাতারজন্য: আপনি কেন আপনার সন্তানকে এসআইএস –এ ভর্তি করাতে চান?
- গ্রেড ৬–৮
- প্রবন্ধ
- তোমারচারপাশেরপরিবেশেরমধ্যেকোনসমস্যাটিকেতুমিসবচেয়েবড়সমস্যাবলেমনেকর, যদি তুমি পারতে, কিভাবে এটি সমাধান করতে?
- তুমি কেনো স্মার্ট ইনোভেশন্স স্কুলে ভর্তি হতে চাও?
- তোমারচারপাশেরপরিবেশেরমধ্যেকোনসমস্যাটিকেতুমিসবচেয়েবড়সমস্যাবলেমনেকর, যদি তুমি পারতে, কিভাবে এটি সমাধান করতে?
- পিতামাতারজন্যঃ আপনি কেনো আপনার সন্তানকে এসআইএস –এ ভর্তি করাতে চান?
- শিক্ষার্থীর জন্যঃ তুমি কি স্মার্ট ইনোভেশন্স স্কুলে ভর্তি হতে চাও?
- গ্রেড ৯–১২
- প্রবন্ধ
- একটি বৈশ্বিক সমস্যা চিহ্নিত করো এবং তুমি কিভাবে এটি সমাধান করবে?
- তুমি কেন স্মার্ট ইনোভেশন্স স্কুলে ভর্তি হতে চাও?
- শিক্ষার্থীর জন্যঃ তুমি কেন ভর্তি হতে চাও?
- পিতামাতার জন্যঃ আপনি কেন আপনার সন্তানকে স্মার্ট ইনোভেশন্স স্কুলে ভর্তি করাতে চান?
- সমাজসেবায় গৃহীত কর্মপরিকল্পনা -তোমার সম্প্রদায়ের একটি প্রয়োজন চিহ্নিত কর। তুমি কিভাবে সাহায্য করতে পারো , কিভাবে সেটি শুরু করতে হবে?
- আর্থিক নয়, সমাজের টেকসই উন্নয়ন,
প্রয়োজনীয় নথিসমূহ
সকল প্রার্থীকে ডকুমেন্টেশনের সহজলভ্যতা ও যোগ্যতা বিবেচনার জন্য জমা দিতে হবে:
- পূরণকৃত আবেদন ফর্ম
- নাগরিকত্বের প্রমাণ (জন্ম সনদ)
- পরিবারের আর্থিক অবস্থার প্রমাণ
- বাবা মায়ের নাগরিক সনদ
- শিক্ষকের সুপারিশপত্র
- বর্তমান বিদ্যালয়ের উপস্থিতি রিপোর্ট
- বর্তমান বিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের অতি সাম্প্রতিক অগ্রগতির প্রতিবেদন
আবেদনের জন্য
সকল শর্তপূরণ করেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে আবেদন করবেন
আবেদন ফর্মটি ডাউনলোড করে পরবর্তীতেও আবেদন করা যাবে অথবা এখনই নিচে দেয়া এই লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে :
আবেদনের সাথে আপনি কোন অতিরিক্ত তথ্য যুক্ত করতে চাইলে নিচে দেয়া ই–মেইলে পাঠাতে পারবেন: